এক্সপ্লোর
Advertisement
রাজ্য সড়কে টোল ট্যাক্স বসানোর সিদ্ধান্ত, একাধিক রুটে নতুন বাস চালুর সঙ্গে জেলাতেও গতি মাপার যন্ত্র রাখার নির্দেশ মমতার
কলকাতা: রাজ্য সড়কেও এবার টোল ট্যাক্স। সিদ্ধান্ত মন্ত্রিসভার। কোন রাস্তায় কত টোল? ঠিক করবে পূর্ত দফতর। দুর্ঘটনা কমাতে জেলাতেও গতি মাপার যন্ত্র বসানোর নির্দেশ মমতার।
সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ এবার জেলায় জোর। সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারের জেরে দুর্ঘটনার হার কমেছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রচারে আরও জোরদার করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন জায়গায় গাড়ির গতি মাপার যন্ত্র বসিয়েছে পুলিশ। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্য পুলিশকেও গতি নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার নবান্ন থেকে ১৬৫টি নতুন বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যে সব রুটে এতদিন বাস পরিষেবা ছিল না, সেই সব জায়গায় চলবে এই বাসগুলি। এর পাশাপাশি ১১৭টি অত্যাধুনিক দমকলের গাড়িও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হয়। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলির মধ্যে অন্যতম, জাতীয় সড়কের মতো এবার রাজ্য সড়কেও টোল নেওয়া হবে।
কত টাকা টোল নেওয়া হবে, তা ঠিক করবে পূর্ত দফতর। তবে রাস্তার গুরুত্ব অনুযায়ী টোল নির্ধারণ হবে।
নবান্ন সূত্রে খবর, এতে একদিকে যেমন রাস্তার রক্ষণাবেক্ষণের খরচ উঠবে, তেমনই কিছু কর্মসংস্থানও হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement