লোকসভা ভোটের আগে ১৮% ডিএ, পে কমিশনের সুপারিশ কার্যকর পর্যন্ত ১০% অন্তর্বর্তী ভাতা, রাজ্য সরকারি কর্মীদের ‘উপহার’ মমতার
কলকাতা: রাজ্যের ডিএ উপহার। আগামী বছর ১ জানুয়ারি থেকেই ১৮ শতাংশ ডিএ। পে কমিশনের সুপারিশ কার্যকর পর্যন্ত ১০ শতাংশ অন্তর্বর্তী ভাতা। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের অসন্তোষ নতুন নয়। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের এত ফারাক তার উত্তর জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মচারিদের ১৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে। পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়া পর্যন্ত সঙ্গে তাঁরা পাবেন ১০% অন্তর্বর্তী ভাতা। নয়া মহার্ঘ ভাতার আওতায় পড়বেন, পেনশনভোগী থেকে শিক্ষক, পঞ্চায়েতকর্মী সকলেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে বর্ধিত মহার্ঘ ভাতা। মুখ্যমন্ত্রীর দাবি, এই ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন ভাতা ৭ শতাংশ ডিএর সমান। ফলে এখন রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১২৫ শতাংশ ডিএ। আর এতে করে ডিএ-র ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হলেন। এই কথাগুলি বলতে গিয়ে পূর্বতন বাম সরকারকেও খোঁচা মারতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হলেন। সিপিএম দিত ৩৫ শতাংস ডিএ. আমি দিলাম ১২৫ শতাংশ ডিএ। মমতার কথার সূত্রে ধরে মুখ্যসচিব মলয় দে বোঝালেন কীভাবে ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন ভাতাকে ৭ শতাংশ ডিএর সমান ধরা হচ্ছে। অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে ৫ হাজার কোটি টাকা বেশি খরচ হবে। এদিকে প্রথা অনুসারে কেন্দ্রের মতো রাজ্য সরকারি কর্মীদেরও ১৪২ শতাংশ ডিএ পাওয়ার কথা। এত দিন রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছিলেন ১০০ শতাংশ ডিএ। রাজ্য এদিন ১৮ পার্সেন্ট ডিএ ঘোষণা করেছে। ফলে এখনও কেন্দ্রের সঙ্গে ফারাক থাকছে ২৪ শতাংশ। অন্তর্বর্তীকালীন ভাতাকে মিলিয়ে ধরলেও ১৪ শতাংশ ফারাক রয়ে যাচ্ছে।