Bangladesh News: বাংলাদেশে হিন্দু-নির্যাতনের প্রতিবাদে সীমান্তে সাধু-সন্তদের বিক্ষোভ, সামিল বিজেপিও।
ABP Ananda LIVE: জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি করলেন বিরোধী দলনেতা। পেট্রাপোল সীমান্তের নিকটবর্তী একটি মাঠে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ কর্মসূচি । সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তর ২৪ পরগনার অন্যান্য বিজেপি বিধায়করা।
আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।
'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর
'জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি', আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। 'সরকারি চাকুরে পালানোর বিষয় নেই', আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। 'অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি', আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের।