এক্সপ্লোর
বিপদের মুখোমুখি হতে চলেছে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র, জিএসটি-র বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

কলকাতা: জিএসটি চালুর বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। ফেসবুকে তিনি লিখেছেন, ১৯৪৭-এর ১৪ অগাস্ট মধ্যরাতে স্বাধীনতা অর্জন করেছিল দেশ। আর ২০১৭-র ৩০ জুন মধ্যরাতে বড়সড় বিপদের মুখোমুখি হতে চলেছে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র।
মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, দেশে ইন্সপেক্টর রাজের তামাশা ফিরে এসেছে। জিএসটি-র ফলে ব্যবসায়ীদের হয়রানি বাড়বে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। জিএসটি আইনের ধারা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, জিএসটি আইনে সর্বনাশা কিছু ধারা রয়েছে। যার মধ্যে রয়েছে জামিনঅযোগ্য ধারার সংস্থানও। এসবের জন্য ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি এও জানিয়েছেন, বর্তমানে যে ভ্যাট ব্যবস্থা কার্যকর রয়েছে, তাতে কাউকে গ্রেফতার করার ক্ষমতা রাজ্যের নেই। যদি, কর ফাঁকি সংক্রান্ত বড় কোনও অভিযোগ ওঠে, সেক্ষেত্রে প্রশাসন বড়জোর এফআইআর করে আইনি পথে ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, জিএসটির ক্ষেত্রে ইন্সপেক্টরদের গ্রেফতার করার ক্ষমতা রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এমনকী, ১ থেকে ৫ বছর পর্যন্ত কারাবাসের সংস্থানও রয়েছে বলে জানিয়েছেন মমতা। এই প্রসঙ্গেই জিএসটি আইন নিয়ে আপত্তি তুলেছেন তিনি। কেন্দ্রকে এ বিষয়ে আপত্তি জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর আরও অভিযোগ, কারও সঙ্গে মতের অমিল হলেই তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র। সেক্ষেত্রে জিএসটি আইনকে লগ্নিকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা মুখ্যমন্ত্রীর। আজ মধ্যরাত থেকে ব্যবসায়ী-সাধারণ মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে বলেও তাঁর আশঙ্কা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















