কলকাতায় করোনা আক্রান্তদের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টবডি, স্থায়িত্ব সর্বাধিক ৩ মাস
আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্টেও কলকাতাকে নিয়ে উদ্বেগজনক তথ্য।
কলকাতা: আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্টেও কলকাতাকে নিয়ে উদ্বেগজনক তথ্য। উপসর্গহীনদের সন্ধানে করা আইজিজি টেস্টে দেখা যাচ্ছে, কলকাতার ৩৯৬ জনের মধ্যে ৫৭ জনই আইজিজি পজিটিভ! বাংলার ৬ জেলার মধ্যে সর্বাধিক!
আরও পড়ুন: সুন্দরবনের মধু দিয়ে তৈরি ‘আরোগ্য সন্দেশ’ আনছে সরকার, দাবি 'বাড়াবে করোনা প্রতিরোধ ক্ষমতা'
পাশাপাশি, ICMR-এর সেরো সার্ভে রিপোর্ট দেখেও উদ্বেগ বাড়ছে। এই সমীক্ষার মধ্যে দিয়ে বোঝা যায়, মানুষের শরীরে ভাইরাসের প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে কি না। কলকাতায় ৩৯৬ জনের রক্তের Immunoglobulin G বা IGG পরীক্ষা করা হয়েছিল। ৩৯৬ জনের মধ্যে ৫৭ জনই IGG পজিটিভ। সংগৃহীত নমুনার নিরিখে যা ১৪.৩৯ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৪০০ জনের রক্তের IGG পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জন IGG পজিটিভ। সংগৃহীত নমুনার নিরিখে যা ২.৫ শতাংশ।
আরও পড়ুন: ১ জুলাই থেকে পরিষেবা? দূরত্ব-বিধি মেনে চালানো সম্ভব নয়, স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দিল মেট্রো
আলিপুরদুয়ারে ৪০০ জনের রক্তের আইজিজি টেস্ট হয়। ৪ জনের IGG পজিটিভ এসেছে। সংগৃহীত নমুনার নিরিখে যা মাত্র ১ শতাংশ। বাকি ৩ জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে ৩, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ১ জন করে IGG পজিটিভ পাওয়া গেছে।
চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি-র নেতৃত্বে রাজ্যের ৬ জেলায় সেরো সার্ভে চালানো হয়। কলকাতা পুরসভা ও নাইসেড IGG-র নমুনা সংগ্রহ করতে সাহায্য করে। আর সেই সমীক্ষা রিপোর্টই বলে দিচ্ছে, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অ্যান্টিবডি পজিটিভ ব্যক্তির সংখ্যা অন্যান্য জেলার চেয়ে কলকাতায় সবচেয়ে বেশি। যদিও বিশেষজ্ঞদের মতে এই অ্যান্টিবডি-র স্থায়িত্ব সর্বাধিক ৩ মাস।