গোপন কোনও রোগ বাড়তে পারে । ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি । ঋণ থেকে মুক্তির সুযোগ। কাজের দিকে কোনও ভুল হওয়ার সম্ভাবনা । শত্রু থেকে একটু সাবধান।
বৃষ
উচ্চব্যক্তির সাহায্যে উন্নতি লাভ । কোনও আশা নষ্ট হতে পারে । সম্পত্তির ব্যপারে চিন্তা বৃদ্ধি । মহিলা থেকে সাহায্য । পেটের কোনও সমস্যা বাড়তে পারে । স্ত্রীর আবদার পূরণ।
মিথুন
প্রতিবেশীর জন্য কোনও অশান্তি বাড়তে পারে । অনেক দিনের আশাপূরণ হতে পারে । প্রেমের দিকে বাহিরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে । রক্তচাপ বৃদ্ধি।
কর্কট
কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে । বাড়ির কাছে ভ্রমন হতে পারে, কাজের ভাল সুযোগ আসতে পারে । বাজে কোনও চিন্তার কারনে মন কষ্ট । লটারি থেকে কিছু আয়।
সিংহ
আজ কোনও অশুভ কিছু ঘটতে পারে । শরীরে কোনও অংশে ব্যাথা বাড়তে পারে । কর্ম স্থানে সমস্যা বাড়তে পারে । অকারনে তর্কে জড়াতে পারেন । স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ।
কন্যা
আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যপারে বিবাদ । কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা । সামাজিক সুনাম আসতে পারে । ব্যবসার ব্যপারে ভাল যোগাযোগ । বাড়তি খরচের জন্য চিন্তা।
তুলা
প্রেমের প্রতি ঘৃনা আসতে পারে । শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে । যারা বিদেশে থকেন তাদের জন্য ভাল সুযোগ আসতে পারে । পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।
বৃশ্চিক
লজ্জাহীনতা কোনও কাজ আপনার দ্বারা হতে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট বাড়তে পারে । পড়াশুনার জন্য শুভ পরিবর্তন, ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে।
ধনু
শরীরে ক্ষয় বৃদ্ধি । সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে । কাজের জন্য সুনাম বাড়তে পারে । বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ । ব্যবসার দিকে খরচ বাড়তে পারে।
মকর
একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে । কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে । খেলাধুলার জন্য উপহার পেতে পারেন । অহেতুক ক্রোধ বাড়তে পারে।
কুম্ভ
কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে । অর্থের ব্যপারে সাহায্য মেলার সম্ভাবনা । পাওনা আদায়ে দেরি হতে পারে । পেটের সমস্যা থেকে সাবধান।
মীন
ব্যবসার জন্য খরচ বৃদ্ধি । নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার । প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে । কোনও মহিলা থেকে সাবধান থাকুন । ডাক্তারের খরচ বাড়তে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব