এক্সপ্লোর
Advertisement
নিউ আলিপুরে বহুতল থেকে পড়ে তরুণীর মৃত্যু, আটক পুরুষসঙ্গী
কলকাতা: শহরের বহুতল থেকে পড়ে এক যুবতীর মৃত্যু। ঘটনাস্থল নিউ আলিপুরের সাহাপুর কলোনি। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ভারী কিছু পড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। তাঁরা দেখেন, নীচে রাস্তায় পড়ে রয়েছে এক তরুণীর রক্তাক্ত দেহ।
তরুণীর নাম জ্যাকলিন লিন্ডসেল। পুলিশ সূত্রে খবর, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে করণরাজ নামে এক তরুণের সঙ্গে চারতলার একটি ঘর ভাড়া নেন তিনি। যদিও পুলিশের দাবি, জ্যাকলিন ও করণরাজ লিভ-ইন করতেন। জ্যাকলিন চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। করণরাজ কল সেন্টারের কর্মী।
পুলিশের দাবি, করণরাজ জানিয়েছেন, সোমবার দুপুরে জ্যাকলিনের সঙ্গে তুমুল ঝগড়া হয়। তারপরই ওপর থেকে ঝাঁপ দেন তরুণী।
কিন্তু সত্যিই কি ঝাঁপ দিয়েছেন জ্যাকলিন? নাকি, ঘটনার নেপথ্যে অন্য কিছু?
জিজ্ঞাসাবাদের জন্য করণরাজকে আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ।
দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
খবর দেওয়া হয়েছে মৃত তরুণীর বাড়িতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement