এক্সপ্লোর
দুর্বল হচ্ছে নিম্নচাপ, আজ থেকে পরিষ্কার হবে আবহাওয়া

কলকাতা: নিম্নচাপ দুর্বল হওয়ায় আজ আবহাওয়ার উন্নতি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কাটলেও রাজ্যে এখনই পারদ নামবে না। উত্তর ভারতের উপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী কয়েকদিন কাশ্মীর এবং হিমাচলপ্রদেশে তুষারপাত হবে। বৃষ্টি হবে দিল্লি, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে। ঝঞ্ঝা কাটলে এই সপ্তাহের শেষের দিকে উত্তুরে হাওয়া ঢুকে আসবে রাজ্যে। তখন দ্রুত তাপমাত্রা নামবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















