এক্সপ্লোর
নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত

কলকাতা: গুজরাত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। টানা ৩ দিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যকে না জানিয়ে কোনও জলাধার থেকে জল না ছাড়ার জন্য নির্দেশ। ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল জলাধারের দায়িত্বে থাকা সেচ দফতরের ইঞ্জিনিয়ার, আধিকারিক ও কর্মীদের। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















