নারদকাণ্ডে মেয়র শোভনের শ্যালক, ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জেরা ইডি-র
কলকাতা: নারদকাণ্ডের তদন্তে একইদিনে মেয়র-ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং মেয়রের শ্যালককে জিজ্ঞাসাবাদ করল ইডি। একদিকে মেয়র ঘনিষ্ঠ ব্যবসায়ী দিলীপ সাহা। অন্যদিকে, মেয়রের শ্যালক শুভাশিস দাস। নারদকাণ্ডের তদন্তে একই দিনে দু’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, ব্যবসায়ী দিলীপ সাহার সঙ্গে মেয়রের কোনও আর্থিক সম্পর্ক আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। মেয়রের পরিবারের কোনও সদস্যের সঙ্গে দিলীপ সাহার আর্থিক লেনদেন হয়েছে কি না খতিয়ে দেখছে ইডি। দিলীপ সাহার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগও ইডি খতিয়ে দেখছে বলে সূত্রের দাবি। তদন্তকারীদের দাবি, মেয়র-পত্নীকে জিজ্ঞাসাবাদের আগে বেশ কিছু বিষয়ে নিশ্চিত হতেই দিলীপ সাহাকে ডেকে পাঠানো হয়। যদিও, ইডি সূত্রে দাবি, ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মেয়র-ঘনিষ্ঠ ব্যবসায়ী দিলীপ সাহা যা বলেছেন, এবং যে নথি পেশ করেছেন, তাতে তাঁরা সন্তুষ্ট নন। একইভাবে মেয়রের শ্যালক শুভাশিস দাসের দেওয়া তথ্যেও তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। তাঁকেও এদিন মেয়র সম্পর্কিত নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে দাবি। ভবিষ্যতে মেয়র ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং মেয়রের শ্যালককে মুখোমুখি জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।