এক্সপ্লোর
খিদিরপুরে ফাইভ স্টার মার্কেটে বিধ্বংসী আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। খিদিরপুরে ফ্যান্সি মার্কেট সংলগ্ন ফাইভ স্টার মার্কেটে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা ১০ মিনিটে কাপড়ের গুদামে আগুন লাগে। পাঁচ ও ছ'তলার বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে এসি-তে বিস্ফোরণ হয়। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায়, হাইড্রোলিক ল্যাডার এনে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বন্ধ করে দেওয়া হয় সংলগ্ন রাস্তার একাংশ। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলবাহিনীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















