এক্সপ্লোর
ভোর থেকেই কলকাতায় ঘন কুয়াশা, জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত

ফাইল ছবি
কলকাতা: ঘন কুয়াশায় মোড়া শহর। রাস্তায় বেরোলে দেখা যাচ্ছে না একহাত দূরের মানুষও। আজ ভোর থেকে এরকমই অবস্থা ছিল কলকাতা ও বিভিন্ন জেলায়। বেলা বাড়তে সামান্য বেড়েছে দৃশ্যমানতা। গতকালের মতো আজও কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের কারণেই শহরের সর্বত্র রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও জেলাগুলিতে অব্যাহত ঠান্ডার দাপট। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। আজ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালিম্পঙে ৬, পুরুলিয়া ৮, আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর, বাঁকুড়া ও সিউড়িতে ৯ এবং মুর্শিদাবাদ ও হুগলিতে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, বারাসাত, ডায়মন্ড হারবার, তমলুক ও হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি তাপমাত্রা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা শহরে। আলিপুরদুয়ারের তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি। কুয়াশার দাপট রয়েছে জেলাগুলিতেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















