Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: "ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে, ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন", জানাল হাসপাতাল
অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী

Background
কলকাতা: সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ-তে। দেওয়া হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশন।
সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসকরা পরীক্ষা করে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
বিকেল পাঁচটায় হাসপাতাল সূত্রে জানানো হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ।
এর আগে দুপুর ১.৫০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর কাছাকাছি নেমে গিয়েছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। হাসপাতালে আনার পর হয় করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হয়েছে চেস্ট এক্স-রে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ট্যুইট বর্তমানের। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, শ্বাসকষ্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
Concerned to hear that former Chief Minister Buddhadeb Bhattacharjee has been hospitalised with breathing problems. Praying for his speedy recovery and wishing him well
— Mamata Banerjee (@MamataOfficial) December 9, 2020
এর আগে, গত বছরের সেপ্টেম্বরেই শ্বাসকষ্টের কারণেই চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যেতে বারবার বলছিলেন। তিনদিন পরই তাঁকে সেবার ছেড়ে দেওয়া হয়েছিল।
বিস্তারিত একটু পরেই...চোখ রাখুন
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। সকাল সাড়ে ১১টার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে-- ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে
রক্ত -শরীরের ইমেজিং পরীক্ষার ফল সন্তোষজনক
কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক
যদিও তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক
রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক
ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন
ভেন্টিলেশন থেকে বের করাই চ্যালেঞ্জ
ভেন্টিলেশন থেকে বের করে ওঁকে দিতে হবে বাইপ্যাপ
শরীরে পটাশিয়ামের মাত্রা ৫.৪ শতাংশ। যা চিন্তার বিষয়। সাধারণত থাকা উচিত ৪.৫ শতাংশ।
ক্রিয়েটিনিন-এর মাত্রা ৮৪। যা স্বাভাবিক।
শ্বেতকণিকা রয়েছে ১০৫০০। স্বাভাবিক অবস্থায় থাকার কথা ৬ থেকে ১১ হাজার। চিকিত্সকদের মতে, শ্বেতকণিকা বাড়ার অর্থ সংক্রমণ এখনও রয়েছে।






















