এক্সপ্লোর
হাইল্যান্ড পার্কের কাছে শপিং মলে ট্রায়াল রুমে গোপনে ছবি তোলার অভিযোগ তরুণীর, তদন্তে পুলিশ

কলকাতা: শপিং মলে মহিলাদের ট্রায়াল রুমে গোপনে মোবাইলে ছবি তোলার অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে হাইল্যান্ড পার্কের কাছে একটি শপিং মলে৷ অভিযোগ, গতকাল রাত ৯টা নাগাদ এক তরুণী পোশাক নিয়ে ট্রায়াল রুমে ঢুকে টের পান একটি ছোট ছিদ্র দিয়ে ছবি তোলা হচ্ছে৷ বেরিয়ে এসে দেখতে পান, পাশের ট্রায়ালরুম থেকে মলের এক কর্মী মোবাইল হাতে পালিয়ে যাচ্ছে৷ ধরার চেষ্টা করলে, মোবাইল ফেলে চম্পট দেয় ওই কর্মী৷ মলের নিরাপত্তারক্ষীরা সাহায্য করেননি বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ৷ মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়৷ এরপর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ মল কর্তৃপক্ষের দাবি, ওই যুবককে এজেন্সির তরফে নিয়োগ করা হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখে, ব্যবস্থা নেওয়া হবে৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















