এক্সপ্লোর
Advertisement
আজকের দিনটি কেমন
মেষ
আজ সকাল থেকে খরচ বৃদ্ধির সম্ভাবনা। গুরুজনদের সু-পরামর্শে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে অপরিস্থিতির স্বীকার হতে পারেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হওয়ার যোগ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকুরীর যোগ রয়েছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা। সম্পত্তির ব্যপারে কোনও আইনের সাহায্য নিতে হতে পারে।
বৃষ
ব্যবসার দারুন অর্থ প্রাপ্তি যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরে পেতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল। উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসাজনক কাজে সারাদিন অস্থিরতা থাকবে। নবনির্মানে অর্থ সঞ্চয়ের সম্ভাবনা। ব্যবসার দিকে কোনও নতুন চিন্তা ভাবনা আসতে পারে। পিতার সঙ্গে কোনও ছোট বিবাদ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।
মিথুন
কাজের ভুলের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে । তৃতীয় কোনও জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশার যোগ। নতুন ব্যবসায় লগ্নি করলে তাতে উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জরিয়ে পরতে পারেন। বুদ্ধি বলে জয় সাভ করবেন। পিতার শরীরের কোনও চিন্তা ও খরচ বাড়তে পারে।
কর্কট
সকাল দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তির যোগ রয়েছে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধির যোগ। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলার চেষ্টা করবেন।
সিংহ
আপনার মুখের কোনও বাজে কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষন করে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারোও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দ্যেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন। ছোট খাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
কন্যা
সম্পত্তির ব্যপারে কোনও চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি থাকবে । ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তির যোগ। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। অতিরিক্ত জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির সম্ভাবনা।
তুলা
কোনও উচ্চ আশার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধির যোগ। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধার সম্ভবনা। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সন্মুখিন হতে পারেন। জলপথে বিপদ। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুড়নো রোগের উৎপাত। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে মন্দা থাকার সম্ভাবনা।
বৃশ্চিক
ভ্রমণের কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। আজ দাম্পত্য কলহ বাধতে পারে। আইনি কোনও কাজ থেকে সাবধান থাকুন। ব্যবসার কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসার দিকে কোনও বিষয় নিয়ে ঝামেলার যোগ। পেটের কোনও রোগ বাড়তে পারে।
ধনু
কোনও উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। প্রিয়জনের থেকে আঘাত পাওয়ার যোগ। বাড়িতে কিছু আনন্দের ঘটনা ঘটতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারাদিন খুব সাবধানে চলুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পরতে পারেন। গান-বাজনার সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভাল। কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে।
মকর
সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও ঝামেলাতে জড়িয়ে পরতে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা। অর্থ ভাগ্য মধ্যম প্রকার থাকবে। প্রেমের ব্যপারে অবসাধ আসতে পারে, সতর্ক থাকুন। আজ মনে একটু বিষণ্ণভাব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধির সম্ভাবনা। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয় করলে কাজে বাঁধা আসবেই। কর্মস্থানে কাজের চাপ শারীরিক অসুস্থতা।
কুম্ভ
কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতির যোগ। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতোবিরোধ হতে পারে। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের জন্য নানাদিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন। ভাইয়ের সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ।
মীন
খাবারের জন্য খরচ বাড়তে পারে। বেড়াতে গিয়ে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পরতে পারেন। ভাই-বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোর আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ উতফুল্লতায় কাটবে। সব পরামর্শ আপনার জন্য শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছে কোনও ভ্রুমণ হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement