এক্সপ্লোর
ভাসছে উত্তরবঙ্গ, বিপর্যস্ত পরিষেবা, এই অবস্থায় কেন্দ্রকে বিমান সংখ্যা বাড়িয়ে ভাড়া স্বাভাবিক রাখার আবেদন রাজ্যের, চালু বাস

কলকাতা: ভাসছে উত্তরবঙ্গ। বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় আগামী ২ সপ্তাহে কলকাতা-বাগডোগরা রুটে বাড়ানো হোক উড়ানের সংখ্যা। স্বাভাবিক রাখা হোক উড়ানের ভাড়া। কেন্দ্রকে চিঠি দিয়ে অনুরোধ রাজ্য সরকারের। এদিকে আজ থেকেই উত্তরবঙ্গগামী বাস চলাচল শুরু হয়েছে, তবে এখনও চাকা গড়েনি ট্রেনের। উড়ান স্বাভাবিক থাকলেও টিকিটের দাম আকাশ ছোঁয়া রয়েছে। বুধবারের মতো আজও কলকাতা থেকে বাগডোগরা উড়ানের ভাড়া ১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে ছিল। এই প্রেক্ষিতে এদিন কেন্দ্রকে চিঠি লিখল রাজ্য। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা-বাগডোগরা উড়ান সংখ্যা বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় অসামারিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিবকে দেওয়া চিঠিতে মুখ্যসচিব মলয় দে লিখেছেন, বন্যা পরিস্থিতির জন্য বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। তাই আগামী ১৫ দিন কলকাতা-বাগডোগরা রুটে উড়ান সংখ্যা বাড়ানো হোক। স্বাভাবিক রাখা হোক বিমান ভাড়া। পাশাপাশি, রেল মন্ত্রকের কাছে রাজ্যের অনুরোধ, ঘুরপথে হলেও দ্রুত চালু করা হোক ট্রেন। এদিকে ধর্মতলা থেকে আজই শিলিগুড়ি পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে। ছেড়েছে ৩৪টি বাস।। এতদিন আটকে থাকার পর বাড়ি ফেরার ব্যবস্থা হওয়ায় খুশি যাত্রীরা। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ধর্মতলা বাস টার্মিনার্স থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রথম বাসটি। নিগমের তরফে জানানো হয়েছে, কলকাতা-শিলিগুড়ি রুটে চলছে ১০টি বাস, কলকাতা-কোচবিহার রুটে ৫টি, কলকাতা-রায়গঞ্জ ৭টি কলকাতা-মালদা ও কলকাতা বালুরঘাট রুটে ৬টি করে। বহু জায়গায় রাস্তা খারাপ থাকায় বাসগুলি ঘুরপথে বুনিয়াদপুর হয়ে যাবে। এজন্য প্রায় ২৫ কিলোমিটার বাড়তি রাস্তা পেরোতে হবে। যাত্রীদের কাছে অবশ্য এটা কিছুই নয়। অবশেষে বাড়ি পৌঁছতে পারবেন ভেবেই তাঁরা খুশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















