দেশে স্বাধীন মত প্রকাশের অধিকার 'বিপন্ন', কেন্দ্রের সমালোচনায় মনমোহন
কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের ভাবনাচিন্তা এবং মতপ্রকাশের অধিকারে রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন মনমোহন সিংহ। তাঁর দাবি, যে ভাবে বিরুদ্ধ মত দমনের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তা অগণতান্ত্রিক। শুক্রবার, কলকাতায় এসে নাম না করে মোদী সরকারকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরের বার বার মোদীর সরকারের বিরুদ্ধে শিক্ষায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। সম্প্রতি, নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে সরানো হয় নোবেজলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, হার্ভার্ডের ইতিহাসের অধ্যাপক সুগত বসু এবং প্রখ্যাত অর্থনীতিবিদ মেঘনাদ দেশাইকে। তাঁদের জায়গায় আনা হয় মোদী এবং আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিতদের। এই প্রেক্ষাপটে, এ দিন, প্রাক্তনী সংসদের উদ্যোগে, প্রেসিডেন্সির একটি অনুষ্ঠানে শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে সরব হন মনমোহন সিংহ। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে স্বাধীন ভাবনাচিন্তা এবং মুক্ত মতপ্রকাশ এখন বিপন্ন। শান্তিপূর্ণ বিরোধিতাকে এভাবে দমন করার চেষ্টা করা হলে আখেরে তা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে। বলা বাহুল্য, তা অগণতান্ত্রিকও বটে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ও জেএনইউয়ের প্রসঙ্গ তুলেও এ দিন মোদী সরকারকে আক্রমণ করেন মনমোহন সিংহ। বলেন, প্রকৃত জাতীয়তাবাদের অর্থ হল ছাত্র এবং নাগরিকবৃন্দ যেখানে মুক্তভাবে ভাবতে ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবেন। তাঁদের দমিয়ে রাখা হবে না। ৮৪ বছরের মনমোহন যোগ করেন, একমাত্র ইতিবাচক পদক্ষেপের মাধ্যমেই আমরা দেশে শক্তিশালী এবং দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব।