এক্সপ্লোর
Advertisement
দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি সামাল দিতে রবিবার ‘জনতা কার্ফু’, দূরপাল্লার ট্রেন, বাস বন্ধ
দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল সূত্রে খবর, রাত ১২টার পর কোনও জায়গা থেকে ছাড়বে না কোনও প্যাসেঞ্জার ট্রেন। ভোর চারটে থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ সব মেল ও এক্সপ্রেস। তবে রাত ১২টার আগে ছাড়া ট্রেন বা যে সব ট্রেন রাস্তায় রয়েছে সেগুলি যে যার গন্তব্যে পৌঁছবে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্যে মিলেছে আরও এক করোনা আক্রান্তের হদিশ।আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার।
দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে রবিবার জনতা কার্ফু। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল সূত্রে খবর, রাত ১২টার পর কোনও জায়গা থেকে ছাড়বে না কোনও প্যাসেঞ্জার ট্রেন। ভোর চারটে থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ সব মেল ও এক্সপ্রেস। তবে রাত ১২টার আগে ছাড়া ট্রেন বা যে সব ট্রেন রাস্তায় রয়েছে সেগুলি যে যার গন্তব্যে পৌঁছবে।
ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। চিঠিতে তিনি লিখেছেন, ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাইরের রাজ্য থেকে আসা ট্রেনের এ রাজ্যে ঢোকা বন্ধ করা হোক।রেলের বিরুদ্ধে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দূরপাল্লার ট্রেন বাতিলের আবেদন শুনছে না রেল। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যপরীক্ষা না করে ট্রেনে ভরে রাজ্যে পাঠানো হচ্ছে ভিনরাজ্যের শ্রমিক।
অন্যদিকে, অন্যান্য রবিবার যে পরিমাণ লোকাল ট্রেন চল, এই রবিবার তার থেকে কম চলবে।
রেল সূত্রে খবর, অন্যান্য রবিবার শিয়ালদা থেকে লোকাল ট্রেন চলে ৭৮৮টি, রবিবার চলবে ৫০০টি। হাওড়া থেকে প্রতি রবিবার চলে ৪৩৩টি লোকাল ট্রেন, এই রবিবার চলবে ৩৪১টি।
জনতা কার্ফুর প্রেক্ষিতে কোপ মেট্রো পরিষেবাতেও। মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া-নিউ গড়িয়া রুটে রবিবার মেট্রো চলবে ৩০ মিনিট অন্তর। অন্যান্য রবিবার যেখানে আপ-ডাউনে ১২৪টি ট্রেন চলে, এই রবিবার চলবে ৫৪টি।
রবিবার ইস্ট-ওয়েস্ট ২০ মিনিটের বদলে চলবে ৩০ মিনিট অন্তর। সারা দিনে ৫৪টির বদলে চলবে ৩৪টি ট্রেন।
অন্যদিকে সম্পূর্ণ বন্ধ আন্তরাজ্য বাস পরিষেবাও। পরিবহণ দফতর সূত্রে খবর, পশ্চিমঙ্গ থেকে অন্য রাজ্যে যাবে না অন্য রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না। এনবিএসটিসি-র মতো কমছে এসবিএসটি বাসের সংখ্যাও।
রবিবার শহরের রাস্তায় কম নামবে বেসরকারি বাস।
তবে পরিবহণ দফতর সূত্রে খবর, জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের কথা ভেবে রবিবার চালানো হবে সরকারি বাস। বেসকরারি বাস কমে গেলে যাতে সমস্যা না হয় তার জন্য বাড়তি সরকারি বাস নামানোর বিষয়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি।
অন্যদিকে, ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হলুদ ট্যাক্সি রাস্তায় কম বেরোবে। প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি চলে শহরের রাস্তায়। রবিবার তা থাকবে ১০০০-এর নীচে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement