এক্সপ্লোর
Advertisement
জয়েন্ট এন্ট্রান্সেরর ফল ঘোষিত, প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন বসু
কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল ঘোষিত হল। প্রথম দশে কলকাতার পড়ুয়াদের জয়জয়কার। প্রথম হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র অভিনন্দন বসু। দ্বিতীয় সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দিরের দেদীপ্য রায়। তৃতীয় স্থানে ডিপিএস রুবি পার্কের অর্চিষ্মান সাহা। চতুর্থ খিদিরপুরের সেন্ট থমাস বয়েজ স্কুলের শুভম অগ্রবাল। পঞ্চম হয়েছেন সল্টলেকের এপিজে স্কুলের দেবজ্যোতি কর। ষষ্ঠ স্থানে রয়েছেন আলিপুর রোডের শ্রী শ্রী অ্যাকাডেমির নমন বিয়ানি। সপ্তম দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ঋত্বিক গঙ্গোপাধ্যায়। বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের রণজয় মিদ্যা রয়েছেন অষ্টম স্থানে। নবম রাঁচির সেন্ট জেভিয়ার্স স্কুলের অভিষেক শ্রীবাস্তব। দশম বিশাখাপত্তনমের ফিটজি স্কুলের আয়ুষী বিদ্যান্ত।
জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে এবছর পাসের হার ৪.৫ শতাংশ বেড়েছে। ফার্মাসিতে পাসের হার বেড়েছে ৪.৬ শতাংশ। রাজ্য থেকে সফল ৬৪ শতাংশ পড়ুয়া। এর মধ্যে উচ্চ মাধ্যমিক বোর্ডের ৪৭ শতাংশ, সিবিএসই-র ২৮ শতাংশ এবং আইএসসি থেকে ৫ শতাংশ সফল। পরের বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০১৯-এর ২১ এপ্রিল।
জয়েন্টের প্রথম দশে অধরা রাজ্যের বোর্ড। প্রথম দশে শুধুই সিবিএসই, আইএসই-র দাপট। মেধা তালিকায় জেলার প্রতিনিধি মাত্র ২। শুধু ৬৪% সার্বিক ফলে এগিয়ে বাংলা। উচ্চমাধ্যমিক সংসদের সাফল্যের হার ৪৭%।
দুপুর ২টোয় ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিকেল চারটে থেকে ফল জানা যায় ওয়েবসাইটে। র্যাঙ্ক জানা যাচ্ছে www.wbjeeb.in সাইটে এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাচ্ছে www.wbjeeb.nic.in সাইট থেকে। মেডিক্যাল জয়েন্ট এখন অভিন্ন। ফলে, গত ২২ এপ্রিল পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিংয়ের। পরীক্ষায় বসেন ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন ছাত্রছাত্রী। পরীক্ষার ১ মাসের মাথায় প্রকাশিত হচ্ছে ফল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement