এক্সপ্লোর
Advertisement
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত রাজপথ, রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে, থানায় থানায় বিক্ষোভ দেখাবে বিজেপি
কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন নিয়েও টানাটানি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তর কলকাতায় ধুন্ধুমার। জোড়াবাগান, সেন্ট্রাল অ্যাভেনিউয়ে সংঘর্ষ। চলেছে লাঠি, হয়েছে ইটবৃষ্টি। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল ওই এলাকায়। জোড়াবাগানে পরপর গাড়ি ভাঙচুর করা হয়। মাথা ফাটে নিরীহ পথচারীর।
রাজপথে তুলকালামের জেরে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি-তৃণমূলের।জানিয়েছি কেন্দ্রকে, যাব রাজ্যপালের কাছে। কাল প্রতি থানায় বিক্ষোভ, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
যুব মোর্চার আজকের মিছিল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চাওয়া হয়েছে কালকের মিছিলের রোড ম্যাপ। রাজ্য আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
যুব মোর্চার মিছিলে নজর রাখতে আদালত নিযুক্ত অবজার্ভারের গাড়িতেই ভাঙচুর। আহত আদালত নিযুক্ত স্পেশাল অফিসার।
এদিকে এই সংঘর্ষ প্রসঙ্গে তৃণমূলের দাবি, বাইরে থেকে লোক নিয়ে এসে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। মুখে স্বামীজির কথা বললেও বিবেকানন্দের জন্মদিবসে ডান্ডাকে ঝাণ্ডায় পরিণত করে অশান্তি পাকিয়ে বিজেপি সেই স্বামীজিকেই অসম্মান করল বলেও মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে আজকের ঘটনা জানতে দিলীপ ঘোষকে ফোন অমিত শাহের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মিছিল নিয়ে গতকাল থেকে এখনও পর্যন্ত যা যা হয়েছে, তা তিনি অমিত শাহকে ফোনে বিস্তারিত জানিয়েছেন। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ। বিকেল পাঁচটায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপির প্রতিনিধি দল।
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব বাণিজ্য সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, মোদীর প্রতিনিধি হয়ে সম্মেলনে আসার কথা ছিল নীতীন গড়কড়ীর। তিনিও সম্মেলনে আসবেন না বলে ঘোষণা করেছেন।
আজ সকালে ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল ঘিরে জোড়াবাগান-সেন্ট্রাল অ্যাভিনউয়ে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
বিজেপির দাবি, সকালে পাথুরিয়াঘাটা স্ট্রিটে যখন দলীয় কর্মীরা মিছিলে যোগ দেওয়ার জন্য জড়ো হচ্ছিলেন, ঠিক সেই সময়, আটকে রেখে তাঁদের উপর হামলা চালায় একদল তৃণমূল কর্মী। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরা মত্ত অবস্থায় পথচলতি মহিলাদের কটূক্তি করছিল। তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তৃণমূল। এরপরই একদল বিজেপি সমর্থক বাঁশ-লাঠি নিয়ে তাণ্ডব চালায় পাথুরিয়াঘাটা স্ট্রিটে। পরপর গাড়ি-চেয়ার ভাঙচুর করা হয়। রেয়াত করায় হয়নি সাধারণ মানুষকেও। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজনের। অভিযোগ মহিলাদেরও রেয়াত করা হয়নি। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
এর মাঝেই অশান্তির আঁচ ছড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তৃণমূলের উপর হামলা চালায়। রাজপথে ফের সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি দু’পক্ষ। পরস্পরকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement