Bangladesh News: ক্য়ানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তান পালানোর ছক ছিল ধৃত কাশ্মীরি জঙ্গির ? | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: ক্য়ানিং থেকে কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। গোয়েন্দারা জানতে পেরেছেন, ক্য়ানিং থেকে জলপথে প্রথমে বাংলাদেশ, সেখান থেকে পাকিস্তান পালানোর ছক ছিল ধৃতের। গোয়েন্দা সূত্রে খবর, জাভেদ আহমেদ মুন্সি, কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। IED তৈরিতে সিদ্ধহস্ত শ্রীনগরের এই বাসিন্দা। আগ্নেয়াস্ত্র চালাতেও সে পারদর্শী। আল কায়েদার কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছিল সে! দুবছর আগেও রাজ্য়ে এসেছিল সে, ঘুরেছিল কলকাতাও! আর এ হেন জঙ্গিই লুকিয়ে ছিল ক্য়ানিংয়ে! এবারও তার কলকাতায় আসার ছক ছিল
আরও খবর...
এখনও বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?