যাদবপুরে জয় বাম, স্বাধীন ছাত্রদের, শূন্য টিএমসিপি, ৫০০-র বেশি ভোট বিজেপির ছাত্র শাখার
কলকাতা: ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানে দাপট অব্যাহত রাখল স্বাধীন সংগঠনগুলি। টানা ৪১ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ধরে রাখল ‘ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফ্রন্ট’ বা ডিএসএফ। অন্যদিকে, ২৫ বছর পরও বিজ্ঞান শাখার ছাত্র সংসদ দখল করে রাখল আরেক স্বাধীন ছাত্র সংগঠন ‘উই দ্য ইন্ডিপেনডেন্ট’ বা ডব্লুটিআই।
তবে, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখায় ছাত্র সংসদে পালা-বদল না হলেও, শুক্রবারের ফলাফলে দেখা গেল কলা বিভাগে দু’বছর পর ছাত্র সংসদ দখল করল এসএফআই, ‘ফোরাম ফর আর্টস স্টুডেন্টস’ বা ফ্যাসকে হারিয়ে।
যাদবপুরের ছাত্র ভোটে এবারও খালি হাতে ফিরতে হল তৃণমূল ছাত্র পরিষদকে। হাতে গোনা কয়েকটি ক্লাস রিপ্রেসেন্টেটিভ আসনে জয় পেলেও পদাধিকারী নির্বাচনে টিএমসিপির ঝুলি শূন্য। বরং, যাদবপুরের একাংশের বক্তব্য, ইঞ্জিনিয়ারিং শাখায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির অনুগামীরা যেভাবে ৫০০-র বেশি ভোট পেয়েছে তা তাৎপূর্যপূর্ণ।