‘এত সম্পত্তি বাড়ল কোথা থেকে’, মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমণ কৈলাশের
কলকাতা: তৃণমূল-বিজেপি বাগযুদ্ধের পারদ ক্রমশ চড়ছে। এবার মুখ্যমন্ত্রীর পরিবারকে আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র। অভিযোগ উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। নানা ইস্যুতে বাগযুদ্ধ তো চলছিলই, এরইমধ্যে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীর পরিবারকে। বললেন, মুখ্যমন্ত্রীর ভাতিজার ১০০ কোটি টাকার বাংলো, আমাদের কাছে তথ্য আছে, সঠিক সময়ে সামনে আনব। তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রীর পরিবারের এত সম্পত্তি বাড়ল কোথা থেকে জানান? আপনি না জানালে আমরা সময়ে বার করব। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর আগে মালদার প্রশাসনিক সভা থেকে নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি মিথ্যার রাজনীতি করছে। বলেন, মিথ্যাবাদীর থেকে ভয়ঙ্কর। এদের ধরাশায়ী করে দিন। প্রতিহিংসার রাজনীতি মানুষ বরদাস্ত করবে না। নারদ থেকে সারদা-- অমিত শাহর সফর থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ--তৃণমূল-বিজেপি লড়াই তো চলছিলই, এবার কৈলাস বিজয়বর্গীয়র এই আক্রমণ আগুনে ঘি ঢালার কাজ করল।