এক্সপ্লোর
Advertisement
কসবায় কেন্দ্রীয় সরকারি অফিসার খুনের ঘটনায় উঠে আসছে নানা তথ্য
কলকাতা: কসবার কেন্দ্রীয় সরকারি অফিসারের খুনের পুনর্নির্মাণ করতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শীলা চৌধুরীকে খুন করে টাকা লুঠের উদ্দেশ্যেই সেদিন নাবালক সঙ্গীকে নিয়ে তাঁর ফ্ল্যাটে যায় অভিযুক্ত শম্ভু কয়াল।
পেশায় সাফাইকর্মী শম্ভু জেরায় বলেছে, ঘটনার দিন সে প্রথমে ওই নাবালককে সিঁড়িতে দাঁড় করিয়ে রেখে শীলা চৌধুরীর ফ্ল্যাটে গিয়ে পুরনো খবরের কাগজ চায়। শীলা সে সময় তাঁকে বাজারে যেতে বলেন। সেখান থেকে ফেরার পরে শীলার ফ্ল্যাটে ঢুকে তাঁর অজান্তে সঙ্গীকে শোওয়ার ঘরে খাটের তলায় ঢুকিয়ে দেয় সে। নাবালককে নির্দেশ দেয়, শীলা শোওয়ার ঘরে ঢুকলে তাঁর পা ধরে টেনে মাটিতে ফেলে দেওয়ার।
সেই মতো শীলাকে মাটিতে ফেলে, তাঁর মুখে চাদর চাপা দিয়ে প্রথমে মাথায় রান্নার কড়াই দিয়ে আঘাত করে শম্ভু। তারপর বালিশ চাপা দেয় মুখে। খুনের পর আলমারি থেকে টাকা লুঠ করে তারা পালিয়ে যায়। ঘটনার দিন শম্ভুর বয়ানে অসঙ্গতি এবং তার বাড়ি থেকে উদ্ধার হওয়া পোশাকে রক্তের দাগ দেখে নিশ্চিত হন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement