গো-রক্ষার নামে মানুষ হত্যা বন্ধ হওয়া দরকার, কথায় নয় কাজেও প্রমাণ করতে হবে: মমতা

কলকাতা: গো-রক্ষার নামে মানুষ হত্যা বন্ধ হওয়া উচিত। শুধু কথায় নয়, কাজেও তা প্রমাণ করতে হবে। প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যর প্রেক্ষিতে এভাবেই প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
https://twitter.com/MamataOfficial/status/880359904166293504এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, গো-রক্ষার নামে যে হত্যালীলা চলছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এটা এখনই বন্ধ হওয়া উচিত। কথা যথেষ্ট নয়। এদিন মোদীর নাম না করেও মমতা বুঝিয়ে দেন, শুধু কথা বললেই সমস্যার সমাধান হবে না। কথাকে কাজে পরিণত করে দেখাতেও হবে কেন্দ্রকে।
প্রসঙ্গত, এদিন আমদাবাদের সবরমতী আশ্রমের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোরক্ষার নামে মানুষের হত্যা বরদাস্ত নয়। মহাত্মা গাঁধী এটা মেনে নিতেন না। মোদী যোগ করেন, দেশের কোনও নাগরিকের অধিকার নেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার।
আরও পড়ুন:
গোভক্তির নামে মানুষ খুন গ্রহণযোগ্য নয়, মেনে নিতেন না মহাত্মা, সবরমতী আশ্রমে মোদী






















