এক্সপ্লোর
Advertisement
বিদেশমন্ত্রীর সাহায্য কাজে এল না, নিউ ইয়র্কে মারা গেলেন কলকাতার যুবক দেবার্পণ
কলকাতা: বাঁচানো গেল না নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবার্পণ মুখোপাধ্যায়কে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আমেরিকার হাসপাতালে ভর্ত হওয়া তরুণটির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কলকাতায় এনে তাঁর শেষকৃত্য হয়েছে নিমতলা মহাশ্মশানে।
দেবার্পণের মামা জানিয়েছেন, শনিবার মারা যান তাঁর ভাগ্নে। দেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থা হয়ে গেলে রবিবার সে খবর তাঁর বাবা মাকে জানানো হয়। ছেলের আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে বাবা মা চিন্তিত ছিলেন। তারপর শেষ খবর আসায় সুকিয়াস স্ট্রিটের বাড়িতে শোকের ছায়া।
গত বছর সেপ্টেম্বরে মাস্টার্স করতে আমেরিকা যান দেবার্পণ। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে তিনি চাকরি করেন ইনটেল, ডয়েশ ব্যাঙ্ক ও টিসিএসের মত সংস্থায়। গত বছর চাকরি ছেড়ে উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একের পর এক টুইটে আশ্বাস দিয়েছিলেন, আচমকা অসুস্থ হয়ে পড়া ওই যুবককে সবরকম সাহায্য করা হবে। দেবার্পণের দেহ কলকাতায় আনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট পেতে সমস্যা হচ্ছিল। বিদেশমন্ত্রকের হস্তক্ষেপে তা মিটে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement