এক্সপ্লোর
ফেসবুকে অপরিচিত ব্যক্তির কমেন্ট ডিলিট, গালিগালাজ দিয়ে ধর্ষণের হুমকি মেয়েটিকে, গ্রেফতার কলকাতার তরুণ

কলকাতা: বেশি রাতে রাস্তায় বেরোলে মহিলাদের পিছু ধাওয়া, ধর্ষণের মতো ঘটনা হামেশাই ঘটে। বিশ্বের কোনও শহরে শিশু থেকে বৃদ্ধা, কেউই নিরাপদ নন এই সমস্ত সমাজের কীটদের থেকে। এমনকি সকালবেলা প্রকাশ্য দিবালোকে স্বামী-সন্তান নিয়ে ঘরে ফেরার সময়ও ধর্ষণের শিকার হতে হচ্ছে মহিলাদের, তেমন নজিরও রয়েছে বহু। রাতে কিছু ঘটলে, যে পুরুষরা মহিলাকে হেনস্থা করছে তাদের নয়, যে মহিলা রাস্তায় বেরোচ্ছে, তাঁকেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কড়া কথা শোনানো হচ্ছে মহিলাদের জীবনধারণ, পোশাক নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন সাইবার দুনিয়াতেও চলছে না না ভাবে মহিলাদের হেনস্থা করা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কর্মসূত্রে অস্ট্রেলিয়াবাসী একটি মেয়ের সঙ্গে। মেয়েটির ফেসবুক প্রোফাইলে একটি ছবিতে এক অজ্ঞাতপরিচয়ের কলকাতার তরুণ কমেন্ট করেছিলেন। স্বাভাবিকভাবেই তাঁকে না চেনায়, কমেন্টটি মুছে দেন সদ্য কুড়িতে পাওয়া দেওয়া মেয়েটি। সেই অপরাধে মেয়েটিকে জঘন্য ভাষায় শুধু গালিগালাজ করেই থামেননি অগ্নিশ্বর চক্রবর্তী নামে ওই তরুণ। মেয়েটিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, সঙ্গে তার ছোট ভাইকেও যৌন হেনস্থা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ফেসবুক পোস্টে। মেয়েটির অপরাধ সে অপরিচিত ব্যক্তির কমেন্ট নিজের পোস্ট করা ছবির ওপর থেকে মুছে দিয়েছিলেন। অগ্নিশ্বরের লেখা এই ফেসবুক পোস্টটি এখন ভাইরাল ......
সোশ্যাল মিডিয়ায় স্টক করা বা হেনস্থা করা এখন হামেশাই ঘটে। কিন্তু একেবারে অপরিচিত ব্যক্তির থেকে এধরনের নোঙরা আক্রমণ স্বাভাবিক ভাবেই অস্বস্তির। মেয়েটির সঙ্গে আগে কখনও কথা পর্যন্ত বলেননি অগ্নিশ্বর। মেয়েটি তাঁর ও তাঁর ভাইয়ের সঙ্গে স্কাইপ করার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন আই মিস ইউ। সেখানেই একটি স্মাইলি দেন অভিযুক্ত তরুণ। মেয়েটি সেটি মুছে দেওয়ার পরই তাঁর একটি পুরনো ছবি বের করে, সেখানেই নোঙরা ভাষায় চলে হুমকি দেওয়া। মেয়েটির ভাইয়ের বয়স মাত্র ১৪ বছর। পোস্টে তাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সকলে দাঁড়িয়ে সেই ঘটনা দেখবে। পক্সো আইনে একজন নাবালককে এধরনের হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব নেটিজেনরা। প্রত্যেকেই ছেলেটির কড়া শাস্তি দাবি করেছে। শুধুমাত্র ফেসবুকে রিপোর্ট জানানোটা এই সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন বহু নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় স্টক করা বা হেনস্থা করা এখন হামেশাই ঘটে। কিন্তু একেবারে অপরিচিত ব্যক্তির থেকে এধরনের নোঙরা আক্রমণ স্বাভাবিক ভাবেই অস্বস্তির। মেয়েটির সঙ্গে আগে কখনও কথা পর্যন্ত বলেননি অগ্নিশ্বর। মেয়েটি তাঁর ও তাঁর ভাইয়ের সঙ্গে স্কাইপ করার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন আই মিস ইউ। সেখানেই একটি স্মাইলি দেন অভিযুক্ত তরুণ। মেয়েটি সেটি মুছে দেওয়ার পরই তাঁর একটি পুরনো ছবি বের করে, সেখানেই নোঙরা ভাষায় চলে হুমকি দেওয়া। মেয়েটির ভাইয়ের বয়স মাত্র ১৪ বছর। পোস্টে তাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সকলে দাঁড়িয়ে সেই ঘটনা দেখবে। পক্সো আইনে একজন নাবালককে এধরনের হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব নেটিজেনরা। প্রত্যেকেই ছেলেটির কড়া শাস্তি দাবি করেছে। শুধুমাত্র ফেসবুকে রিপোর্ট জানানোটা এই সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন বহু নেটিজেনরা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















