এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ষষ্ঠী থেকে দশমী ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দির, গর্ভগৃহে প্রবেশে সায়
কালীঘাট মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। ওই ক’দিন প্রথম দফায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে। আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ৬ ফুট দূরত্ব রেখে ভক্তরা গর্ভগৃহে যেতে পারবেন। যাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাঁরা ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন।
কলকাতা: লকডাউনের পর ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের দরজা প্রথম খুলেছিল গত ১ জুলাই। তবে তখন মন্দির খুললেও ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। পুজোর কটা দিন সেই অনুমতি দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
কালীঘাট মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। ওই ক’দিন প্রথম দফায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে। আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ৬ ফুট দূরত্ব রেখে ভক্তরা গর্ভগৃহে যেতে পারবেন। যাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাঁরা ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন।
দক্ষিণেশ্বর, তারাপীঠ, বেলুড়মঠের পর জুলাইয়ে খুলেছিল কালীঘাট মন্দির। তবে করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে খোলা হয় মন্দির। সেই সময় মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দেয়, গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। প্রবেশপথে বসানো হয় স্যানিটাইজেশন টানেল। সেই সব করোনা বিধিনিষেধ মেনেই ষষ্ঠী থেকে দশমী গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হল ভক্তদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement