এক্সপ্লোর
Advertisement
ভিডিও দেখুন: লকডাউনের মধ্যে ইমারজেন্সি সিজারে জন্ম হল নবজাতকের
লকডাউনের শহরে প্রাণের স্পন্দন।
কলকাতা: লকডাউনের শহরে প্রাণের স্পন্দন। কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিংয়ে ইমারজেন্সি সিজারে জন্ম হল নবজাতকের। সন্তানের জন্ম দিয়েছেন বছর তেইশের প্রসূতি সাবিয়া নাজ়। সম্প্রতি সেই সিজারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডঃ রাজেশ বিশ্বাস। তাঁকে ফোনে ধরা হলে গাইনিকলজিস্ট ডঃ রাজেশ জানান, “রোগীকে অনেক হাসপাতাল থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল। ২৮ তারিখ ইমারজেন্সি বিভাগে আসার পরই চটজলদি তাকে ভর্তি করা নেওয়া হয়। তারপর প্রাথমিক কিছু পরীক্ষানীরিক্ষার পর সিজার করা হয়।” ডঃ রাজেশের সঙ্গে এই ইমারজেন্সি সিজারে ছিলেন ডঃ ময়ূখ চক্রবর্তীও। যেহেতু এর আগে ওই রোগীর আরও একবার সিজার হয়েছিল, তাই দ্বিতীয়বার সিজার করার ক্ষেত্রে একটি আশঙ্কা ছিলই। তবে গাইনিকলজিস্ট ডঃ রাজেশ জানান সিজার সফল হয়েছে। মা এবং সন্তান এখন সুস্থ, জানিয়েছেন তিনি।
একই সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের এই চিকিৎসক এবিপি আনন্দকে জানিয়েছেন, সরকার তাঁদের পর্যাপ্ত পরিমাণ পিপিই দিয়েছে। এতে চিকিৎসকদের পরিষেবা দিতে কোনও অসুবিধা হচ্ছে না। পিপিই, ফেস মাস্ক, ফেস গার্ডের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত মেডিক্যাল সরঞ্জাম থাকার কারণে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন রোগীরাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement