এক্সপ্লোর
২১ জুলাই উপলক্ষে শহরের বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ পুলিশের, সেগুলো দেখব একনজরে
![২১ জুলাই উপলক্ষে শহরের বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ পুলিশের, সেগুলো দেখব একনজরে Kolkata Police Suggests To Avoid Several Roads For 21st July Have A Glimpse Of It ২১ জুলাই উপলক্ষে শহরের বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ পুলিশের, সেগুলো দেখব একনজরে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/21094850/rally-top-sot-2107-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২১ জুলাই উপলক্ষে শহরের বেশ কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ কলকাতা পুলিশের। ডায়মন্ডহারবার রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহার করা যাবে এজেসি বোস রোড, এপিসি রোড, ইএম বাইপাসের মতো রাস্তাগুলি।
রোজকার রাস্তাতেও কিছু পরিবর্তন করা হয়েছে।কলকাতা পুলিশ সূত্রে খবর, এস এন ব্যানার্জি রোড খোলা থাকবে যতক্ষণ না ডোরিনা ক্রশিং বন্ধ হচ্ছে। সভার শুরুতে জওহরলাল নেহরু রোড খোলা থাকবে। জওহরলাল নেহরু রোড বন্ধ হলে কিড স্ট্রিট হয়ে যাওয়া যাবে। ডোরিনা ক্রসিং বন্ধ হলে রানি রাসমণি অ্যাভিনিউ দিয়ে যে কোনও দিকে যাওয়া যাবে এবং মতিশীল স্ট্রিট হয়ে চৌরঙ্গী যাওয়া যাবে।
সেন্ট্রাল অ্যাভিনিউ-এর ধর্মতলামুখী রাস্তা খোলা থাকবে। চাঁদনি চকের কাছে ম্যাডান স্ট্রিট হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী রাস্তা দিয়ে এস.এন.ব্যানার্জি রোডে যাওয়া যাবে। পার্কস্ট্রিট উড়ালপুলের দক্ষিণমুখী রাস্তা খোলা থাকবে। খোলা থাকবে মেয়ো রোড।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)