এক্সপ্লোর
Advertisement
অসুস্থ লতার ফোন মমতাকে, পিছোল বঙ্গবিভূষণ অনুষ্ঠান
কলকাতা: কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের অসুস্থতার কারণে পিছিয়ে গেল রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান-প্রদান অনুষ্ঠান। হতে পারে নভেম্বরের কোনও এক দিন।
বুধবার বিকেলে মুম্বই থেকে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কিংবদন্তী শিল্পী। ফোনের ও প্রান্ত থেকে শিল্পী বলেন, দিন কয়েক ধরে আমি অসুস্থ। এখনও পুরোপুরি সুস্থ হইনি। তাই নির্ধারিত সময়ে বঙ্গবিভূষণ সম্মান আমি নিতে পারছি না। আমি দুঃখিত। অন্য কোনও সময় এই সম্মান নেব।
মুখ্যমন্ত্রী বলেন, আপনার সুস্থ থাকাটাই সব থেকে বড় কথা। আপনি সুস্থ হয়ে উঠুন। নভেম্বর মাসে কোনও এক দিন আমরা আপনাকে সম্মানিত করব। এরপর বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয় দু’জনের মধ্যে।
আগামী ২০ অক্টোবর রাজ্য সরকারের তরফে লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করার কথা ছিল। ঠিক ছিল, মুখ্যমন্ত্রী নিজে শিল্পীর মুম্বইয়ে বাড়িতে গিয়ে তুলে দেবেন সম্মান।
কিন্তু শিল্পীর অসুস্থতার কারণে পিছিয়ে যাচ্ছে সেই অনুষ্ঠান। এর আগে বেঙ্গালুরুতে গিয়ে কিংবদন্তী শিল্পী মান্না দে-র হাতে বিশেষ সঙ্গীত মহাসম্মান পুরস্কার তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সেভাবেই আগামী নভেম্বরে লতা মঙ্গেশকরের হাতে তুলে দেওয়া হবে বঙ্গবিভূষণ সম্মান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement