এক্সপ্লোর
Advertisement
হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই, জামিন বহাল মদনের
কলকাতা: জামিন বহাল মদন মিত্রের। খারিজ সিবিআইয়ের আবেদন।
বৃহস্পতিবার বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ৯ সেপ্টেম্বর নিম্ন আদালত যে জামিন মঞ্জুর করেছে, সেই নির্দেশিকাই বহাল থাকবে।...সিবিআইয়ের আবেদন খারিজ করা হল। একবার জামিন পেলে, পরিস্থিতির বড়সড় পরিবর্তন না ঘটলে জামিন খারিজ করা যায় না। জামিন আদালতের নিয়ন্ত্রণাধীন বিষয়। কোনও অভিযুক্ত জামিন পাওয়ার পর, অসহযোগিতা করলে যে কোনও মুহূর্তে তাঁর জামিন খারিজ করা যায়। এই মুহূর্তে মদন মিত্রের জামিন খারিজের প্রয়োজন আছে বলে মনে হয় না। এছাড়া মদন মিত্র ৬৩৪দিন জেলে কাটিয়েছেন। এই দিকটাও মাথায় রাখতে হবে।
জামিন খারিজের পক্ষে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী বলেন, আলিপুর জেলা ও দায়রা আদালতের জামিনের নির্দেশ বেআইনি। নির্দেশনামায় একাধিক অসঙ্গতি রয়েছে। অন্তর্বর্তী জামিন না চাওয়া সত্ত্বেও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। অথচ অন্তর্বর্তী জামিনের মেয়াদ স্পষ্ট করা হয়নি। মদন মিত্রের আইনজীবী পাল্টা যুক্তি দেখান, তদন্ত চলছে বলে কেউ চির জীবন হেফাজতে থাকতে পারেন না। অভিযুক্ত জেলের বাইরে থাকলে, তথ্যপ্রমাণ নষ্ট হবে, এই যুক্তিকে সুপ্রিম কোর্টও সায় দেয় না।
দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর, সিবিআইয়ের জামিন খারিজের আবেদন খারিজ করে দেয় বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement