ফুল-মিষ্টি-কেক-কার্ড পাঠিয়ে বুদ্ধদেবকে জন্মদিনের শুভেচ্ছা মমতার
কলকাতা: ফের রাজনৈতিক সৌজন্যের নজির। বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বসূরীকে ফুল-মিষ্টি-কেক, কার্ড পাঠালেন বর্তমান মুখ্যমন্ত্রী। এদিন টুইটারে মমতা লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা। প্রসঙ্গত, গতকালই বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের সংস্কারে উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেবের ফ্ল্যাটের শৌচাগার-সহ কয়েকটি অংশ সংস্কারের জন্য সিপিএমের তরফে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, কাজ হয়নি। বুধবার বিধানসভায় বিষয়টি কানে আসে মুখ্যমন্ত্রীর। এরপরই পুরসভার কমিশনার খলিল আহমেদকে সরাসরি ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, শৌচাগার-সহ বুদ্ধদেব ভট্টাচার্যের ফ্ল্যাটের যে যে অংশে সংস্কার দরকার, জরুরি ভিত্তিতে সেগুলি করতে হবে। প্রয়োজনে আজই (বুধবার) লোক পাঠিয়ে খোঁজ খবর নিন।
https://twitter.com/MamataOfficial/status/969028541928132608ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী এও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে, বিনা খরচে তাঁর পুরো ফ্ল্যাটের সংস্কার করে দেওয়া হবে। ফ্ল্যাটের সংস্কার চলাকালীন সরকারি কোনও অতিথি নিবাসে সপরিবারে থাকতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগে, অসুস্থতার খবর পেয়ে ক’দিন আগে উদ্বিগ্ন হয়ে আচমকাই বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ছুটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময়ই তাঁর মনে হয়েছিল, একজন প্রাক্তন, অসুস্থ মুখ্যমন্ত্রীর যেভাবে থাকা উচিত, সেটা এই দু’কামরার ছোট্ট ফ্ল্যাটে নেই। মমতা চান, তাঁর প্রাক্তনী ভাল থাকুন। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য রাজি হলে, দ্রুত তাঁর ফ্ল্যাটের সংস্কারের কাজে হাত দেবে রাজ্য সরকার। আর এদিন, জন্মদিনের শুভেচ্ছাবার্তা সহ পূর্বসূরীকে ফুল, মিষ্টি, কেক ও কার্ড পাঠিয়ে সৌজন্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।






















