'বিরোধিতা করলেই দুর্নীতিকে এক করে দিচ্ছেন', মোদীকে পাল্টা মমতার
কলকাতা: নরেন্দ্র মোদীর আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল সাইটে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, যারাই কেন্দ্রের নীতির বিরোধিতা করছে, মোদী সরকার তাদেরকেই নিশানা করছে।
এদিন মোদীর তোপের জবাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন মমতা। ট্যুইটারে তিনি লেখেন, প্রধানমন্ত্রীজি, কেউ বিরোধিতা করলেই আপনি দুর্নীতিকে এক করে দিচ্ছেন। আপনি কি একাই ম্যাজিশিয়ান?
https://twitter.com/MamataOfficial/status/800333920243884033 https://twitter.com/MamataOfficial/status/800333995032489985তিনি যোগ করেন, মানুষের আওয়াজ শুনুন। তাঁদের কষ্ট অনুভব করুন। মানুষ এর জন্য (নোট বাতিলের সিদ্ধান্ত) আপনাকে ক্ষমা করবে না। তাঁরা সকলেই পীড়িত।
কয়েক ঘণ্টা আগেই আগরায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেআইনি অর্থলগ্নি সংস্থাকে হাতিয়ার করে নাম না করে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মোদী। বলেন, আমি জানি কারা আমার বিরুদ্ধে সুর চড়াচ্ছে। দেশের মানুষ কি জানেন না, কাদের টাকা বেআইনি লগ্নি সংস্থায় খাটছে?
মোদী যোগ করেন, দেশের লক্ষ কোটি গরিব মানুষ এধরনের বেআইনি অর্থলগ্নি সংস্থায় বিনয়োগ করেছিলেন। এখন কিছু রাজৈনিতিক নেতাদের ‘আশীর্বাদে’ সেই টাকা গায়েব হয়ে গিয়েছে।
এখানেই থেমে থাকেন নি মোদী। তিনি আরও জানান, বেআইনি অর্থলগ্নি সংস্থার ভরাডুবির পর শতাধিক পরিবারের মাথারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মোদীর কটাক্ষ, আমার সিদ্ধান্তের বিরোধিতা না করে ইতিহাসের দিকে তাকান।
যদিও, মোদী এদিন কোনও রাজনৈতিক দল বা নেতার নাম প্রকাশ্যে আনেন নি।