এক্সপ্লোর
Advertisement
বাম জমানার থেকেও অনেক কঠিন ব্যবহার পেয়েছি এই সরকারের আমলে: তসলিমা নাসরিন
কলকাতা: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দিল্লি থেকে এক একান্ত সাক্ষাত্কারে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর আশা করেছিলেন পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু তাঁর অভিজ্ঞতা, পরিস্থিতি এই কয়েক বছরে আরও জটিল হয়েছে। বাম সরকারের তুলনায় তৃণমূল নেত্রী এবং তৃণমূল সরকারের থেকে লেখিকা আরও অনেক কঠিন ব্যবহার পেয়েছেন বলে জানিয়েছেন।
তসলিমার অভিযোগ তিনি 'ভোটব্যাঙ্ক' রাজনীতির শিকার। রাজনীতিবিদরা দল, মত নির্বিশেষে তাঁর সম্পর্কে একই ধারণা পোষন করেছেন এবং একই রকমভাবে তাঁকে দূরে সরিয়ে রেখেছেন। এপ্রসঙ্গে লেখিকা মনে করেন সমস্ত রাজনীতিবিদরাই মুসলিম ধর্মগুরুদের খুশি রাখতে ও মুসলিম ভোটব্যাঙ্ক ঠিক রাখতে তাঁর বিষয়ে একই ধরনের নীতি গ্রহণ করেছেন।
লেখিকা দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, তিনি বাংলায় থাকতেতো পারেননি, এমনকি তাঁর বই ‘নির্বাসন’ পর্যন্ত এখানে প্রকাশ করার অনুমতি দেয়নি তৃণমূল সরকার। এছাড়া তাঁর লেখা একটি টিভি সিরিয়াল সম্প্রচারেও বাধা দিয়েছে এই সরকার, অভিযোগ লেখিকার।
১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন তসলিমা। দীর্ঘদিন ইওরোপে থাকার পর ২০০৪ সালে ফের ভারতে ফিরে এসে কলকাতায় থাকা শুরু করেন তসলিমা। কিন্তু ২০০৭ সালে মুসলিম ধর্মগুরুদের প্রতিবাদের মুখে ফের পশ্চিমবাংলা ছাড়তে হয় লেখিকাকে। তারপর সেখান থেকে তিনি বেশ কয়েক বছর সুইডেনে কাটিয়ে ভারতে ফিরে এসে নয়াদিল্লিতে কোনও এক অজ্ঞাত জায়গায় আপাতত রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement