এক্সপ্লোর
Advertisement
করোনা-উমপুন বিধ্বস্ত রাজ্যকে আর্থিক অনুদান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, আরও সাহায্যের প্রতিশ্রুতি
একদিকে করোনা, অন্যদিকে উমপুন। জোড়া ধাক্কায় নাজেহাল পশ্চিমবঙ্গ। পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!
কলকাতা: একদিকে করোনা, অন্যদিকে উমপুন। জোড়া ধাক্কায় নাজেহাল পশ্চিমবঙ্গ। পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। অ্যালেক্স ফার্গুসন-ডেভিড বেকহ্যামদের ক্লাবকে নিয়ে বাঙালির নস্টালজিয়া চিরকালীন। ইংল্যান্ডের সুবিখ্যাত ক্লাবের বড়সড় ফ্যান বেস রয়েছে গোটা দেশ জুড়ে। কলকাতাতেও রয়েছে ফ্যান ক্লাব। তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইউ।
কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নিজেদের ২৪০টা ফ্যান ক্লাবেব মাধ্যমে বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল সমর্থকদের প্রিয় ‘দ্য রেড ডেভিলস’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একটি বিবৃতিতে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। এই ফ্যান ক্লাবগুলির মধ্যে অন্যতম 'কলকাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব'। করোনার সঙ্গে বর্তমান উমপুন পরিস্থিতিকে মাথায় রেখে পশ্চিমবঙ্গকে অন্তত ৫০০ পাউন্ড টাকা পাঠানোর সিদ্ধান্ত নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
কীভাবে আসবে এই টাকা? 'কলকাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব'-এর প্রেসিডেন্ট ডঃ সৌম্য দাশগুপ্ত বললেন, 'আমাদের ক্লাবের জন্য ৫০০ পাউন্ড অঙ্ক ধার্য করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫০ হাজার টাকার কাছাকাছি। এরপর আমাদের নিজস্ব ত্রাণ তহবিল করতে হবে। আমরা যত টাকার ত্রাণ সংগ্রহ করতে পারব, তার সমান অঙ্কের টাকা আরও পাঠাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ত্রাণের টাকা সংগ্রহ করতে।' টাকা সংগ্রহের জন্য বিভিন্ন ক্যুইজ, স্ক্রিনিং-এরও আয়োজন করা হয়েছে বলে জানা গেল।
কোথায় কোথায় পৌঁছবে সাহায্য? 'কলকাতা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব'-এর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, এর জন্য ক্লাবের তরফে বেছে নেওয়া হয়েছে 'হোপ ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। ইতিমধ্যেই করোনা ও উমপুন পরিস্থিতি নিয়ে নিরন্তর কাজ করে চলেছে সংস্থাটি। সরাসরি টাকা পাঠানো হবে এই সংস্থাকেই। সংস্থার কর্ণধার গীতা ভেঙ্কেটকৃষ্ণন এবিপি আনন্দকে বললেন, 'আমাদের মূলত অনাথ শিশু ও নারীদের নিয়ে কাজ হয়। উমপুনের কবলে পড়ে অনেক শিশু গৃহহীন হয়ে পড়েছে। অনেকের পরিবারের সদস্য মারা গিয়েছে। পাশাপাশি অনেকের পরিবার করোনা আক্রান্ত হয়েছে। তাঁদের দেখার কেউ নেই। এই সমস্ত মানুষের অস্থায়ী আস্তানা ও খাওয়ার ব্যবস্থা করার জন্যই ব্যয় হবে এই টাকা।'
আপাতত ত্রাণ সংগ্রহের কাজ চলছে জোরকদমে। আর সুদূর ইংল্যান্ড থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতির দ্রুত উন্নতি কামনা করছে রেকর্ড সংখ্যক (মোট ২০ বার) ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement