এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
'স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে না ট্রেন', প্রবেশ পথে ভিড় নিয়ন্ত্রণ ও রেকে সামাজিক দূরত্ব নিয়ে কাল রাজ্য-মেট্রো বৈঠক
৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় চলবে মেট্রো।কনটেনমেন্ট জোনের স্টেশনে দাঁড়াবে না মেট্রো।
কলকাতা: ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় চলবে মেট্রো।কনটেনমেন্ট জোনের স্টেশনে দাঁড়াবে না মেট্রো।উপসর্গ না থাকলে তবেই মেট্রোয় ওঠার অনুমতি। স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে মেট্রো।মেট্রোয় উঠতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক।টাকা দিলে মেট্রো স্টেশনেই মিলবে মাস্ক। কেন্দ্রের তরফ থেকে জারি এসওপি-তে এ কথা বলা হয়েছে। দেশের যে শহরগুলিতে মেট্রো চলাচল করে সেগুলির জন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, টোকেন ও নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে না। প্রবেশ পথেই ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ। প্ল্যাটফর্মেও যাত্রীদের দাঁড়ানোর জায়গা এঁকে দেওয়া হয়েছে। রেকেও একটা সিট ছেড়ে বসার ব্যবস্থা হয়েছে।
কাল রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বৈঠক।রেকের মধ্যে কীভাবে সামাজিক দূরত্ব বজায়?মেট্রো স্টেশনের প্রবেশপথে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ? স্টেশনগুলির বাইরের বিষয়টি দেখভাল করে মূলত কলকাতা পুলিশ। মূলত এই দুটি বিষয়ে রাজ্যের সঙ্গে মেট্রোর আলোচনা হবে।
এসির বদলে ব্লোয়ার চালানোর পক্ষপাতী মেট্রো কর্তৃপক্ষের।৬ জনের সিটে বসবেন সর্বোচ্চ ৩ যাত্রী।
স্মার্ট কার্ড ব্যবহারকারীদের মূলত মেট্রোয় চড়ার ছাড়পত্র দিতে চাইছে কর্তৃপক্ষ। সেই সংখ্যাটাও কিন্তু বিপুল। তাই একসঙ্গে যদি অনেক স্মার্ট কার্ড ব্যবহারকারীর ভিড় জমে যায়, এই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। জানা গেছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে গাইডলাইন তৈরির পথে হাঁটা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement