এক্সপ্লোর
Advertisement
শিয়ালদার গেস্ট হাউস মালিকের রহস্যমৃত্যু! গঙ্গা থেকে উদ্ধার দেহ
কলকাতার বুকে রহস্যমৃত্যু এক ব্যবসায়ীর। গত ২৯ জুন থেকে নিখোঁজ থাকার পর আজ গঙ্গা থেকে উদ্ধার হল দেহ!
কলকাতা: কলকাতার বুকে রহস্যমৃত্যু এক ব্যবসায়ীর। গত ২৯ জুন থেকে নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে উদ্ধার হয় তাঁর দেহ!
গতকাল গঙ্গা থেকে উদ্ধার হয় শিয়ালদার এক গেস্ট হাউসের মালিকের মৃতদেহ। তাঁর মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছে ওই ব্যবসায়ীর পরিবার। তাঁদের দাবি, ২৯ জুন থেকে নিখোঁজ ছিলেন বউবাজারের বাসিন্দা ব্যবসায়ী ভূপাল মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী জানান, ২৯ জুলাই এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বের হন ওই ব্যবসায়ী। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরই খোঁজ শুরু করে পরিবার। যে বন্ধুর ফোন পেয়ে ওই ব্যবসায়ী বেরিয়েছিলেন তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইলটি। ওই বন্ধুই জানান, কোথায় রয়েছে ওই ব্যবসায়ীর বাইক। নির্দিষ্ট জায়গায় বাইকটি পাওয়া গেলেও খোঁজ মেলেনি ওই ব্যবসায়ীর। এই বন্ধু জানান, তিনি জানেন না ওই ব্যবসায়ী কোথায় গিয়েছেন।
পরিবার সূত্রে অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। মুচিপাড়া থানায় তাঁর নামে নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। আজ মৃতের পোশাক ও ঘড়ি দেখে দেহ সনাক্ত করে পরিবার।
গতকাল হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, বন্ধুর কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর মোবাইল ফোনটি। তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলছে পরিবার। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে মুচিপাড়া থানার পুলিশ। আজ ময়নাতদন্তে পাঠানো হবে মৃতদেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement