এক্সপ্লোর
Advertisement
মূর্তি ভাঙার মধ্যেই ত্রিপুরার রাজ্যপালের ট্যুইট ঘিরে নয়া বিতর্ক
কলকাতা: ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা নিয়ে সমালোচনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এ নিয়ে ফের একাধিক ট্যুইট করে বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন প্রথমে ট্যুইট করে তিনি বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির ধারা দেখানোর পরও কিছু মানুষের আইন সম্পর্কে জ্ঞান নেই দেখে আমি বিস্মিত। আইন সম্পর্কে অজ্ঞতা বিপজ্জনক। আমার কাছে যেসব ফোন এসেছে, তা থেকে মনে হচ্ছে এমনভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে, যা দেখে মনে হয় ত্রিপুরায় হত্যা-অরাজকতা চলছে। এসব অর্থহীন! মূর্তি তুলে ফেলার ঘটনায় কোনও শান্তি বিঘ্নিত হয়নি।’
I am surprised so many people have no appreciation of the Law of the Land even after I have cited provisions of the Indian Penal Code to them! Ignorance of the Law is dangerous!
— Tathagata Roy (@tathagata2) March 7, 2018
এর ফের একটি ট্যুইট করেন তথাগত। তিনি বলেন, ‘কতগুলো মৌলিক প্রশ্ন আসছে। আমরা নয়াদিল্লিতে ইন্ডিয়া গেট থেকে পঞ্চম জর্জকে সরিয়েছি। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে রানি ভিক্টোরিয়াকে সরিয়েছি। ঔরঙ্গজেব রোডের নাম বদল করেছি। সবই সরকারের প্রস্তাবে। তেমনভাবেই সরকার যদি লেনিনের মূর্তি সরাতে চায় বা লেনিন সরনির নাম বদল করতে চায়, তাতে কী? কোনও উত্তর আছে?’
From the telephone calls I receive,it appears that a concerted and motivated campaign is afoot to spread a canard that murder and mayhem have broken out in Tripura. Nonsense! Even the uprooting of the statue has not precipitated any breach of peace
— Tathagata Roy (@tathagata2) March 7, 2018
অনেকে বলছেন, তাহলে কি ত্রিপুরার রাজ্যপাল ঘুরিয়ে লেনিনের মূর্তি ভাঙার পক্ষে যুক্তি দিচ্ছেন? তথাগত রায়ের অবশ্য দাবি, তিনি কয়েকটি প্রশ্ন তুলেছেন মাত্র। এর আগেও এই ইস্যুতে তথাগত আরেকটি ট্যুইট করেন, যেখানে তিনি লেখেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এক সরকার কিছু গড়তে পারলে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত আরেক সরকার তা ভাঙতেও পারে।’
Fundamental questions coming up. We removed George V from India Gate,New Delhi,Queen Victoria from front of her memorial in Kolkata,renamed Aurangzeb Road,all by government fiats. What if the government similarly decides to remove Lenin's statue,rename Lenin Sarani? Any answers?
— Tathagata Roy (@tathagata2) March 7, 2018
কিন্তু একজন রাজ্যপালের একের পর এক এধরনের ট্যুইট দেখে বিরোধীরা রীতিমতো ক্ষুব্ধ। দিল্লি থেকে কলকাতা, সমালোচনায় সরব তৃণমূল। একসুরে এধরনের মন্তব্যের নিন্দা করেছেন বিদ্বজ্জনরাও। সব মিলিয়ে মূর্তি ভাঙা নিয়ে বিতর্কের মধ্যে ক্রমশ জোরাল হয়ে উঠছে ত্রিপুরার রাজ্যপালের ট্যুইট ঘিরে বিতর্ক। তথাগতর অবশ্য দাবি, যে যার মতো তাঁর কথার ব্যাখ্যা করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement