এক্সপ্লোর
Advertisement
সন্ত টেরিজা: মায়ের ঘরে উৎসব, উচ্ছ্বাসে সামিল মাদার হাউস
কলকাতা: ভ্যাটিক্যানে মিলল সন্ত উপাধি। জায়ান্ট স্ক্রিনে চোখ উচ্ছ্বসিত কলকাতার। মাদার হাউসে উৎসবের আমেজ। বিশ্বের দরবারে কলকাতার পরিচিতি মাদারের শহর বলে। পোপের ঘোষণাতেও এল সেই কথা।
মাদারকে সন্ত ঘোষণার অনুষ্ঠান শুরুর বেশ কয়েকঘণ্টা আগে থেকে ভিড় বাড়তে থাকে এজেসি বোস রোডে মাদার হাউসের সামনে। কারও হাতে মাদার, কারও স্মৃতিতে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মাদার হাইসে হাজির ছিলেন বিদেশিরাও।
এদিন সকাল থেকেই মাদার হাউসে ছিল ভক্তদের ঢল। অনেকেই মাদারের সমাধিতে এসে পুষ্পার্ঘ্য দেন। যার জন্য মাদার হাউসকে এই অনুষ্ঠানের জন্য সজ্জিত করা হয়েছিল। চারদিকে মাদারের ছবি, ফুল, আলো ও ব্যানার দিয়ে সাজানো হয়েছিল।
মাদার হাউস এদিন ছিল অবারিত দ্বার। যার জন্য প্রাতঃরাশের আগে ভোর ৬টায় বসেছিব বিশেষ প্রার্থনা।
মাহেন্দ্রক্ষণের দিকে যতই এগিয়েছে ঘড়ির কাঁটা, ততই অধীর হয়ে উঠেছে মাদার হাউস। ভেতরে বাইরে চলেছে প্রার্থনা। তারপর এল সেই মুহূর্ত। উচ্ছ্বাসে ফেটে পড়ল মাদার হাউস। মা যে আজ থেকে সন্ত। সন্তানদের চোখে মুখে সেই আনন্দেরই প্রকাশ।
এমনিতে, মিসনারিজ অফ চ্যারিটির নানদের উচ্ছ্বাস প্রকাশ করতে খুব একটা দেখা যায় না। দেখা যায় না টিভির সামনে বসতে বা মোবাইল ফোন ব্যবহার করতে। কিন্তু এদিনটা ছিল ব্যতিক্রম। অনেকে মাদার হাউসে জায়গা না পেয়ে আশেপাশের বাড়িতে যান টিভিতে লাইভ অনুষ্ঠান দেখতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement