এক্সপ্লোর
Advertisement
শহরে তরুণীকে ‘মারধর’ ওলার ট্যাক্সি চালকের
কলকাতা: এতদিন ছিল মহিলা যাত্রীদের শ্লীলতাহানি কিম্বা অশালীন আচরণের অভিযোগ। এবার কলকাতায় এক তরুণীকে মারধরের অভিযোগ ওলার ট্যাক্সি চালকের বিরুদ্ধে!
শনিবার ভোর পাঁচটা। নিজের গাড়ি নিয়ে বীরেশ গুহ স্ট্রিট থেকে দরগা রোডের দিকে যাচ্ছিলেন পেশায় ফ্যাশন ডিজাইনার রিনি শীল।
তাঁর দাবি, ৪ নম্বর লোহাপুলের কাছে, ওলার একটি গাড়ি তাঁর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে। অভিযোগ, এরপরই, ওলার চালক নেমে এসে তরুণীকে হুমকি দিতে শুরু করেন। তাঁর গাড়ির চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওলা চালক!
ঘটনাস্থল থেকে কোনওক্রমে গাড়ি নিয়ে সিআইটি রোডের বাড়িতে ফেরেন তরুণী। কিন্তু তাতেও রেহাই মেলেনি। তরুণীর বাবা বলেন, হুমকি দিল, আমাকে আর আমার ভাইকে হুমকি দিল। লোকজন এসে গেলে ও পালিয়ে যায়।
রবিবার সকালে, ওলার সংশ্লিষ্ট ট্যাক্সির নম্বর দিয়ে, ওই চালকের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। কিন্তু এখনও অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগকারিণী বলেন, ও (ওলা চালক) তো আমার বাড়ি চিনে গিয়েছে। এরপর যদি আসে?ভয় লাগছে। অভিযোগকারিণীর পরিবারের দাবি, ঘটনার পর ওলার তরফে তাঁদের কাছে দুঃখপ্রকাশ করা হয়েছে।
হলুদ ট্যাক্সির শহরে অনলাইন ট্যাক্সি পরিষেবায় খুশি শহরবাসী। কিন্তু আধুনিক এই পরিষেবা নিয়ে ভুরিভুরি অভিযোগ ওঠায়, সম্প্রতি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ওলা, উবের, মেরু-র মতো সংস্থাগুলিকে নিয়মের বাঁধনে বাঁধতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সরকারের সেই তৎপরতার মধ্যেই ওলার এক চালকের বিরুদ্ধে তরুণীকে মারধরের অভিযোগ উঠল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement