এক্সপ্লোর
Advertisement
কলকাতায় তৃণমূলে যোগদান মহিলা সভানেত্রী সহ শতাধিক কংগ্রেস কর্মীর
কলকাতা: জেলায় জেলায় কংগ্রেসের ভাঙনের পর এবার শুরু হল কলকাতাতেও। বুধবার প্রাক্তন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী এবং এআইসিসি সদস্য কবিতা রহমান সহ শতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতির অংশীদার হতেই কবিতাদের দলত্যাগ। দলত্যাগী কংগ্রেস নেত্রীর দাবি, সিপিএমের সঙ্গে জোট মেনে নিতে না পারাতেই তৃণমূলে যোগ। এদিন মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা এবং বড়বাজারেরও বেশকিছু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন।
এদিকে, মানস ভুঁইয়ার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁর ভাই বিকাশ ভুঁইয়া। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর শাসক শিবিরে নাম লেখানোর কথা। বিকাশ ভুঁইয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং জেলা কংগ্রেস সভাপতি। তাঁর নেতৃত্বে তৃণমূলে যোগ দিচ্ছেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য। দলবদল করার কথা কংগ্রেসের বেশ কয়েকজন ব্লক সভাপতিরও। মুর্শিদাবাদ বাদ দিলে দক্ষিণবঙ্গে কংগ্রেসের হাতে থাকা একমাত্র পঞ্চায়েত সমিতি হল সবং। সেই সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পাণ্ডাও বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিচ্ছেন বলে সূত্রের খবর। সবংয়ে তৃণমূল নেতা খুনের মামলায় মানস ভুঁইয়ার মতোই তাঁর ভাই বিকাশ ভুঁইয়ারও নাম রয়েছে! এহেন বিকাশই এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement