এক্সপ্লোর
পার্কস্ট্রিটে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে, গ্রেফতার স্বামী

কলকাতা: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের বেড ফোর্ড লেনে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূ গুড়িয়া খাতুনের। মাসখানেক আগে গুলজার খানের সঙ্গে বিয়ে হয় গুড়িয়ার। অভিযোগ, প্রথম থেকেই পণের দাবিতে শুরু হয় নির্যাতন। এরপর অগ্নিদগ্ধ অবস্থায় শ্বশুরবাড়ি থেকে গুড়িয়াকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















