এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলের প্রতিক্রিয়া, ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন, প্রবল সমস্যায় মানুষ
কলকাতা: ৫০০-১০০০ টাকার নোট বাতিলে রাজ্যজুড়ে খুচরোর হাহাকার। সকাল হতেই ব্যাঙ্কের সামনে ভিড় জমিয়েছেন মানুষ।
বৃহস্পতিবার সকাল নটায় খুলেছে ব্যাঙ্ক। শুরু হয়েছে টাকা তোলা ও বদল করা। তারপরেই ব্যাপক ভিড়ের চাপ। সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কের সামনে লম্বা লাইন শুরু হয়। চলুন, দেখে নিই শহরের নানা জায়গার পরিস্থিতি
কালীঘাট
ব্যাঙ্কের সামনে লাইন। জমানো ১০০ টাকার নোট শেষ। বাজার যাওয়া বন্ধ। তাই সাতসকালে টাকা তোলা বা বদলের জন্য হাজির অনেকেই।
বেলেঘাটা
এসবিআই-এর সামনে ভোর সাড়ে ৪টে থেকে লাইন। দেরিতে এলে হয়রানি বাড়ার আশঙ্কায় সাতসকালে লাইনে দাঁড়িয়েছেন অনেকে।
সার্দান অ্যাভিনিউ
ব্যাঙ্কের সামনে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। টাকা তোলা বা বদলের পাশাপাশি কেউ এসেছেন ইএমআই জমা দিতে।
নিউ বালিগঞ্জ
ব্যাঙ্কের সামনে লাইন দেওয়ার ঝামেলা এড়াতে গেটের সামনে ঝোলানো বোর্ডে নাম লিখে যাচ্ছেন অনেকে।
কালিকাপুর
ব্যাঙ্কের সামনে সকাল ৬টা থেকে লাইন। ভিড় এড়াতে অনেকেই আগেভাগে হাজির।
নোট বাতিলের জেরে হাসপাতালে চিকিৎসা করাতে এসে এদিনও নাকাল রোগী ও তাঁর পরিজনেরা। মুমূর্ষু রোগীদেরও চিকিৎসা না করিয়েই ফিরতে হচ্ছে। ৫০০-১০০০ টাকার নোট নিতে অস্বীকার করছে ওষুধের দোকান। ফলে মিলছে না ওষুধ।
একই কারণে পেট্রোল পাম্পও অচল হওয়ার আশঙ্কা। খুচরো সমস্যায় জেরবার পাম্প মালিকরা। খুচরো নিয়ে বচসার জেরে পাম্প কর্মীদের মারধরের অভিযোগ। এই পরিস্থিতিতে আজ রাজ্য পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির জরুরি বৈঠক। সমস্যার দ্রুত সমাধান না হলে বন্ধ হতে পারে পেট্রোল পাম্পের লেনদেন।
পোস্ট অফিসেও নগদ টাকার যোগান নেই। ফলে টাকা জমা দিতে পারলেও তুলতে পারছেন না গ্রাহকরা। যদিও বেলা ১২টার পরে টাকা তোলা যাবে বলে জানিয়েছে ডাকঘর কর্তৃপক্ষ। অপ্রতুল যোগানের কারণে টাকা তোলা যাচ্ছে না সেভিংস অ্যাকাউন্ট থেকেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement