এক্সপ্লোর
Advertisement
করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে পরীক্ষার নামে ‘প্রতারণা’, এনআরএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার অভিযুক্ত
করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে অসাধু কারবারের চক্র! কোভিড সহ বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার অভিযুক্ত।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে অসাধু কারবারের চক্র! কোভিড সহ বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসিন্দা এক মহিলা মঙ্গলবার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন চিকিত্সককে দেখাতে।
তাঁকে ভর্তির আগে কয়েকটি পরীক্ষা করতে বলা হয় হাসপাতালের তরফে।
সেই সময় হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্ত।
রোগীর পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি সাড়ে ৩ হাজার টাকায় পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে। টাকা নিয়ে কথা কাটাকাটির সময় রোগীর এক আত্মীয়কে পুলিশকে ডেকে আনেন।
এনআরএস হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মীরা প্রথমে ওই ব্যক্তিকে আটক করেন। এরপর রোগীর পরিজন এন্টালি থানায় অভিযোগ জানালে পুলিশ
অভিযুক্ত দিলীপ মণ্ডলকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি ট্যাংরা এলাকায়।
বুধবার শিয়ালদা আদালতের বিচারক ধৃতকে ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশের সন্দেহ, ধৃত ব্যক্তি একা নয়। এই চক্রের জাল সম্ভবত বিভিন্ন সরকারি হাসপাতালে ছড়িয়ে আছে। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement