ভাবাবেগে আঘাতের অভিযোগ, কবি শ্রীজাতর বিরুদ্ধে এফআইআর
কলকাতা: শ্রীজাতর কবিতা ঘিরে বিতর্ক। কবিতার শব্দ চয়নে ভাবাবেগে আঘাত লেগেছে, এই মর্মে শিলিগুড়িতে অভিযোগ দায়ের করলেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য। রবিবার রাতে ফেসবুকে নিজের ওয়ালে এই কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। তাঁর কবিতার শব্দচয়ন ভাবাবেগে আঘাত করেছে, এই মর্মে শিলিগুড়ি কমিশনারেটের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেছেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য অর্ণব সরকার। যদিও, অভিযোগ দায়ের সত্বেও নিজের অবস্থানে অনড় শ্রীজাত। এপ্রসঙ্গে কবি বলেন, ক’দিন আগের মন্তব্য ওই ধর্মের মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করা যায়। সেজন্য। কবিতা নিয়ে অভিযোগ দায়েরের ঘটনার নিন্দা করেছে সাহিত্যিক মহল। প্রতিক্রিয়ায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, জীবনানন্দ দাস বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি হয়। আমি বলছি, সকলেই পাঠক নয়, কেউ কেউ পাঠক হয়। যার ভাল লাগবে না, সে পড়বে না। এজন্য অভিযোগ দায়ের হাস্যকর। পুলিশ সূত্রে খবর, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে তারা কোনও সারবত্তা খুঁজে পায়নি। তাই এর প্রেক্ষিতে কোনও মামলাও রুজু হচ্ছে না।