পৌলমী রাউত-মৃত্যু: জামাইকে ‘ক্লিনচিট’, মানসিক অবসাদে ভুগছিল, দাবি নিহতের মায়ের
কলকাতা: কীভাবে মৃত্যু হল সল্টলেকের গৃহবধূ পৌলমী রাউত ও তাঁর ৯ মাসের শিশুর? সেই রহস্যভেদের আগেই ঘটনায় নয়া মোড়। ২৪ ঘণ্টার ব্যবধানে অবস্থান বদল মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। জামাইয়ের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই বলে জানালেন গৃহবধূর মা কুমকুম সাহা। তাঁর দাবি, নাতি জন্ম থেকেই কোলনের অসুখে ভুগছিল। তার জেরে মানসিক অবসাদে ভুগছিল পৌলোমী। বুধবার সল্টলেকের এই আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূ পৌলমী রাউতের ঝুলন্ত দেহ। মায়ের দেহের সঙ্গেই ওড়নায় বাঁধা ছিল ৯ মাসের শিশুর দেহ। গৃহবধূর পরিবার অভিযোগ তোলে। যদিও এদিন জামাইকে ক্লিনচিট দিয়এছএ গৃহবধূর পরিবার। এদিনই বিধাননগর পূর্ব থানায় পৌলমীর বাবা ও মায়ের বয়ান রেকর্ড করা হয়। সেখানে তাঁরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি বলে পুলিশ সূত্রে খবর। তাহলে কী এমন হল, যার জেরে এই মর্মান্তিক পরিণতি? বুধবার রাতভর গৃহবধূর স্বামী অনুপ রাউতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, গৃহবধূর স্বামী দাবি করেছেন, তাঁদের সংসারে নাক গলাতেন পৌলমীর বাবা-মা। তার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। এর জেরেই কি নিজের কোলের শিশুকে খুন করে আত্মঘাতী হলেন পৌলমী? নাকি ছেলের অসুখের কারণে মানসিক অবসাদের জেরে এই ঘটনা? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, শিশুকে শ্বাসরোধ করে খুন করেন পৌলমী। তারপর আত্মঘাতী হন। তবে ময়নাতদন্তের রিপোর্টের আগে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তদন্তকারীরা। কারও বিরুদ্ধে কোনও অভিযোগও দায়ের না হওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এই সংক্রান্ত আরও খবর দেখতে ক্লিক করুন এই লিঙ্কে সল্টলেকের ফ্ল্যাটে উদ্ধার মায়ের ঝুলন্ত দেহ, কোমরে বাঁধা ৯ মাসের শিশুর দেহ