এক্সপ্লোর
সব্জির বাজারে আগুন, নিম্নচাপের বৃষ্টির পর লাফিয়ে বেড়েছে দাম

কলকাতা: সব্জির বাজার একেবারে আগুন।গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পর সব্জি কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। সপ্তাহ খানেক আগে যা দাম ছিল, তাই সোমবার বেড়ে দ্বিগুণ অথবা তারও বেশি। দিন সাতেক আগে, যে পটলের দাম ছিল কেজিতে ৩০ টাকা, তা বেড়ে ৬০। ঢ্যাঁড়শ ৩০ থেকে লাফিয়ে ৫০ টাকা।এক কেজি ঝিঙের দামও ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা। সপ্তাহ খানেক আগেও যে ক্যাপসিকাম ছিল ১০০ টাকা, তার দাম এখন দ্বিগুণ....২০০ টাকা। লঙ্কার দামের ঝাঁঝেও নাজেহাল সাধারণ ক্রেতা। কয়েক দিন আগে ছিল ৫০টাকা কেজি। এখন ১২০টাকা। সপ্তাহ খানেক আগে এক কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছিল ২০-২২ টাকায়।এখন তারই দাম বেড়ে ৪০ থেকে ৫০ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















