অমিতাভ বচ্চনকে ডি’লিট দিচ্ছে রবীন্দ্রভারতী

কলকাতা: এবার ডি’লিট অমিতাভ বচ্চন। একেবারে বাংলা থেকে। অমিতাভ বচ্চনকে ডি’লিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৮ মে, বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম সমাবর্তনে বিগ বি-কে সম্মান জানানোর সিদ্ধান্ত। একই সঙ্গে এই সম্মান পাচ্ছেন আরও তিনজন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডি’লিট-এর জন্য চার জনের নামের তালিকা পাঠানো হয় রাজভবনে। সেই তালিকায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন ও যতীন দাসের নাম। রাজভবন সূত্রে খবর, চারটি নামেই অনুমোদন দিয়েছেন আচার্য। এই প্রথম রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের ডি’লিট দেওয়ার সিদ্ধান্ত বচ্চনকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, অভিনয় ক্ষেত্রে অনন্য অবদানের জন্য অমিতাভ বচ্চনকে ডি’লিটের প্রস্তাব। আগামী দিনে কথা বলা হবে তাঁর সঙ্গে। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অমিতাভ বচ্চন বাংলার জামাই। চাকরি জীবনের শুরুটাও কেটেছে কলকাতায়। একাধিক জাতীয় পুরস্কারের সঙ্গে বহু পুরস্কার তাঁর ঝুলিতে। এহেন তারকাকে সম্মানিত করতে চায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। যদিও অমিতাভ বচ্চনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






















