এক্সপ্লোর
সল্টলেকের টেকনো ইন্ডিয়ায় প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং, অভিযুক্ত সিনিয়ররা
কলকাতা: সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ। দ্বিতীয় ও তৃতীয় বর্ষে জনা দশেক পড়ুয়ার দিকে অভিযোগের আঙুল। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের হয়েছে এফআইআর।
সেই র্যাগিং-এর রক্তচক্ষু এবার সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। অনেক স্বপ্ন নিয়ে টেকনো ইন্ডিয়াতে ভর্তি হয়েছিলেন কেষ্টপুরের পড়ুয়া। অগাস্ট থেকে শুরু হয়েছে ক্লাস। কিন্তু শুরুতেই সব যেন ওটলটপালট। তাঁর কাছে কলেজ এখন যেন এক আতঙ্ক!।
অভিযোগ, প্রথম দিন থেকেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের এই ছাত্রকে র্যাগিং করেন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন পড়ুয়া।
অভিযোগ, কখনও অশালীন প্রশ্ন করা হয়, কখনও আবার মাথায় কাঁচের বোতল নিয়ে গোটা কলেজ ঘুরতে হবে বলে নির্দেশ দেন কলেজের দাদারা। সেটা না করলে বা না পারলেই মারধর শুরু।
অভিযোগ, সোমবারও তাঁকে ১০-১২ জন মিলে বেধড়ক মারধর করেন।
অভিযোগকারী পড়ুয়ার বাড়ির লোকের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এ দিন তাঁরা ডিনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়ের করেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement